আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য - হিমবাহ সংরক্ষণ। বিশ্বের অন্য সবদেশের মত বাংলাদেশও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। ভূ-গর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে দিনটি বিশেষ ভাবে পালিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আয়োজনে,
শনিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগ ০১ বাপাউবো সিরাজগঞ্জের মোঃ নাজমুল হোসাইন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগ ০২ বাপাউবো উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীন রেজা, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগ ০৩ বাপাউবো উপবিভাগীয় প্রকৌশলী মোঃ পারভেজ সহ উপ-সহকারী প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।