
মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে সড়কে সচেতনতা ও দুর্ঘটনা হ্রাসকল্পে বিশেষ সচেতনতামূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির ডাইভার,চালক, মালিকগণ ও যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে সিরাজগঞ্জে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেল কর্তৃক বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন যাএী সাধারণ ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেল কর্তৃক আয়োজনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি অংশ হিসেবে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন সিরাজগঞ্জ বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেলের মটরজান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে এসময়ে বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কাজে সহযোগিতা করেন। এ সচেতনতা মূলক কাজকে সিরাজগঞ্জের সুধীজন ও সাধারণ মানুষ এবং সাংবাদিকগণ সিরাজগঞ্জ বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলকে এ ধরনের মহৎ কাজকে স্বাগত জানিয়েছেন।
সিরাজগঞ্জ বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেলের মটরজান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমাদের এ সিরাজগঞ্জ এ জেলা শহরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আসছে। এ পৌর শহরের মধ্যে বাস কাউন্টার রয়েছে সেই খান থেকে ঢাকাগামী, ও রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার বাস যাত্রীগণ এ কাউন্টার থেকে উঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিএ সিরাজগঞ্জের পক্ষ থেকে নানা প্রচার প্রচারণা করা হচ্চে এবং ঘর মুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের যাএী সাধারণ ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করার উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে। এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের পূর্বে বাধ্যতামূলকভাবে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ৬২ হাজার ৯০০ পেশাজীবী গাড়িচালককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সরকার নির্দেশনা বাস্তবায়নকল্পে গত বছরের ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে বাধ্যতামূলকভাবে প্রার্থীদের ডোপটেস্ট সনদ/রিপোর্ট গ্রহণ করা হচ্ছে। এর ফলে সড়কে দুর্ঘটনা কম হবে।
‘