নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৭ মার্চ ২০২৫ খ্রিঃ) এনায়েতপুর প্রেসক্লাবে থানা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও থানা আমির ডা. সেলিম রেজা।এসময় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি জামায়াত নেতা গোলাম কিবরিয়া বাবু, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ আইয়ুব আলী, জামায়াত নেতা মাও. আব্দুর রাজ্জাক ও খ ম আল আমিন এবং শিবির সভাপতি মামুদ রানা উপস্থিত ছিলেন।
এছাড়া এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান, সহসভাপতি মুক্তার হাসান, সাধারন সম্পাদক রফিক মোল্লা, কোষাধ্যক্ষ ওয়াজিদুজ্জামান, কার্যকরি সদস্য মোক্তার হোসেন ও সাংবাদিক সোহেল রানা উপস্থিত ছিলেন।এসময় বক্তব্যে জামায়াত নেতারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে শিক্ষা নিয়ে সত্য ও সুন্দরের সাথে থেকে সবাইকে একযোগে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সংবাদ কর্মীদের ভুমিকা অনেক বেশি। আশা করছি স্থানীয় গণমাধ্যম কর্মীরা সকল ভাল কাজের পক্ষে এবং মন্দের বিপক্ষে কলম ধরবে। এলাকার উন্নয়নে দেশ ও জনতার কথা বলতে হবে, এছাড়া সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান।