আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের ৫ টি স্বর্ণপদক ২ টি রৌপ্য পদক, ১ তাম্র পদক পেয়ে রানার্স অর্জন করেছে। সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের গৌরব অর্জন করে, আপন আহমেদ (স্বর্ণপদক), শরিফুল ইসলাম ( স্বর্ণপদক), আতিক হাসান ( স্বর্ণপদক), আশা খাতুন(স্বর্ণপদক), সামিয়া আক্তার সিলভি মায়া (স্বর্ণপদক), রাকিব হোসেন (রৌপ্য পদক)
আকাশ আহমেদ (রৌপ্য পদক) এবং শাহানুর ইসলাম (তাম্রপদক) পায় এবং পুমস ক্যাটাগরিতে আরও তিনটি পেয়েছে মোট ১১ টি পদক পেয়ে দেশের এবং সিরাজগঞ্জ জেলার গৌরবোজ্জ্বল করে সুনাম বয়ে এনেছেন।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত "মহান স্বাধীনতা দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতা- ২০২৫ খ্রিঃ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দল রানার্স অর্জন করে উক্ত ১১ জন শিক্ষার্থী।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকার সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকার যুগ্ম-সচিব ও পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন), পরিকল্পনা শাখা'র মোঃ আজমুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ সহ দেশের ১০ টি জেলা ক্রীড়া সংস্থা ও ১০ টি ক্লাব হতে প্রায় ৩ শতাধিক তায়কোয়ানডো প্রতিযোগি বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহণ করে।
সিরাজগঞ্জ তায়কোয়ান্দো দলের রানার্সআপ অর্জন করায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত মোঃ মাহমুদুল ইসলাম রানা, বাংলাদেশ তায়কোয়ানদো ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মোঃ পলাশ মিঞা, মোঃ মোসলেম মিয়া, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ সদস্য অন্যান্যরা অভিনন্দন জানিয়েছেন ।