
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ২৬ মার্চ ও স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ খ্রিঃ যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ।
বুধবার (২৬মার্চ-২০২৫ খ্রিঃ) সূর্যোদয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা উত্তোলন স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী সকল শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কলেজের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা, মার্চ পাস্ট,জেলা প্রশাসনের আয়োজনে, শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে স্বাধীন ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কলেজে’র শিক্ষার্থীদের বিএনসিসি ইউনিট স্মারক সম্মাননা পুরস্কার অর্জন করে।
কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের উপর স্মৃতি চারণ করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কমিটি-২০২৫ খ্রিঃ উদযাপন কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ ।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর এ.কে.এম রেজাউল হক।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৫ এর সদস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন খালিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল বাশার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব সহ অন্য সদস্যরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে দায়িত্ব ছিলেন।
এ সময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
বাদ যোহর কলেজ জামে মসজিদে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারি সকল শহিদের এবং গত ২০২৪ খ্রিঃ জুলাই-আগষ্ট বিপ্লবে নিহত সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কলেজের জামে মসজিদে বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।