
মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ মানব সেবা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায় তিনশাধিক পরিবারের মাঝে ঈদ বাজার ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৯ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে সিরাজগঞ্জের পৌর শহরের হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সুখ পাখি দেশী প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের অনুদানে স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি”র আয়োজনে ঈদ বাজার ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ বাজার ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখ পাখি”র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুখ পাখি অন্যতম সদস্য শাহিনুজ্জামান শান্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হাতে তুলেদেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী–গরিব, উঁচু–নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। এই আনন্দটুকু নিম্নআয়ের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে এ উদ্যোগ ঈদে অসহায় মানুষের কাছে সুখ পাখি ঈদ উপহার তুলে দিতে পেরে আমি আনন্দ অনুভব করছি। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায়নি তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিলো। ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালেও এখনো স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিদেশে থেকেও তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। গরীব অসহায় মানুষদের খো্জ খবর নিচ্ছেন তিনি। সামাজিক কার্যক্রমে সহযোগিতা এবার অসহায় মাঝে যেভাবে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, আমরা আশা করব প্রতি বছর এভাবে ঈদ উপহার সামগ্রীসহ নানাভাবে অসহায় মানুষের সেবা করতে পারব এ সুখ পাখি সংগঠনটি। আমার যদি কোন ধরনের মানুষের কল্যাণে এ ধরনের মৎ কাজ করার বিষয়ে প্রয়োজন বা সহযোগিতা লাগে তাহলে আমি এ সুখ পাখি সংগঠনটির সাথে সম্পৃক্ত থাকবো। আজকে এ ঈদ উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত।
অনুষ্ঠানের সভাপতি “সুখ পাখি”র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলী বলেন, মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।”
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সুখ পাখি স-হ-প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, সহ- প্রতিষ্ঠাতা আশরাফুল আলিম,সুখ পাখি “র স্বেচ্ছাসেবী সদস্য রেজা – ই রাব্বি, মোঃ নাজমুল ইসলাম, রাশিদুল হাসান সেতু, হামিদা ইসলাম, আসিফ, সনি, হুদয়, দীপ, কাউসার, মিতু, আঁখি,প্রমূখ।
উল্লেখ্য ঃ সুখ পাখি ঈদ বাজার ফুড প্যাকেজ বিতরণে ছিলো ১/ আলু ১ কেজি, ২/ পিয়াজ ১ কেজি, ৩/ সোয়াবিন তৈল হাফ কেজি, ৪/ চাউল, ৩ কেজি, ৫/ সেমাই ২ পিছ, ৬/ বুটের ডাউল, আড়াই শো ৭/ মুরগী ১ পিছ, ৮/ শ্যাম্পু, ৯/ চিনি হাফ কেজি, ১০/ মসলা, ১১/ গরুর পেকেট দুধ ৭৫ গ্রাম।