
সোহান সেখ :
সিরাজগঞ্জ এস বি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়, এস এস সি-২০০২ ব্যাচের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও পিটুলি উৎসব অনুষ্ঠিত।
আজ শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ৩নং ক্রসবার (চায়না বাঁধ) এলাকায় “বন্ধন, এস এস সি-২০০২” ব্যাচের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও পিটুলি উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বন্ধন, এস এস সি-২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান হোসেন, রাকিবুল হাসান, মোস্তাফিজুর, রনি,জুয়েল, শফিকুল,রাজন, মনিরুল মুঞ্জুর মাসুদ , রূপক, সুইট, মিলন,রিপন, রানা,লিমন, সাজ্জাদ,খোকন, মিঠু, মিঠুন,জসিম,অমিও , সুমন, তানভীর ,কামরুল, ইউসুফ, খোকন, কামরুল, ইউসুফ, বাবলি, মিষ্টি,সাথি সহ অন্যান্য বন্ধুরা।
এ সময় ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আত্মিক সংযোগ আরও দৃঢ় হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী পিটুলি উৎসবে স্বাদ উপভোগ করেন সবাই। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়।