
নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫টি পরিবারকে ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
আজ শনিবার(২৯ মার্চ ২০২৫খ্রিঃ) সকালে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে শাড়ি, লুঙ্গী’সহ নাগদ টাকা প্রদান করা হয়।
সেলিম রেজা বলেন, আমরা বিএনপি পরিবার সবসময় অসহায় মানুষের পাশে। পাঁচটি পরিবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি জানার পর আমরা খুব ব্যথিত হয়েছি। এবং আপনাদের কাছে এসেছি। আমরা যেটুকু পেরেছি আপনাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এসময় তার সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম’সহ বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪’শে মার্চ সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।