
নজরুল ইসলাম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা, মদিনাতুল উলুম রহমানপুর (রঘুনাথপুর) হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, রহমানপুর কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা, আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ মসজিদের উপদেষ্টা, শিয়ালকোল যুব সংসদের উপদেষ্টা, সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দাতা সদস্য মো.
আনোয়ার হোসেন।
তিনি মুঠোফোনের (এক ক্ষুদে বার্তায়) বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি।বাংলার প্রতিটি ঘর আলোকিত হয়ে উঠুক ঈদের আনন্দে। আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। দেশ ও জাতির মঙ্গল কামনা করি। সুখি হোক ও মঙ্গলময় হোক সকলের জীবন।
এছাড়াও শিয়ালকোল ইউনিয়নের শালিসী বিচারিক
কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত আবুল হোসেন মিস্ত্রী গত (২৫
ফেব্রুয়ারী) ২০২৪ রোববার দুপুর ১২.৪০ মিনিটে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তার স্থলাভিষুক্ত হোন মো. আনোয়ার হোসেন। একাধারে তিনি সমাজ সেবায় গুরুত্বপূর্ন অবদানসহ ধর্মবর্ন নির্বিশেষে সরকারের উন্নয়ন তুলে ধরে আসছে এবং একজন বিশিষ্ট ঠিকাদার হিসেবে দেশব্যাপী তার সুনাম রয়েছে। সে সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের ২নং ওয়ার্ড রহমানপুর (রঘুনাথপুর) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এর বড় ছেলে।