নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ১ম সফল আত্মকর্মী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্টিজ এসোসিয়েশনের কেন্দ্ৰীয় সদস্য, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক, মা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন স্টোর, ডিজিটাল মৎস্য এন্ড পোল্ট্রি খামার ও ডিজিটাল ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মাহফুজ- উর-রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন মুহূর্ত। ঈদ সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।
তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখি। এছাড়া তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।