শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি
প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বিকেলে 

সিরাজগঞ্জে বন্ধুসভা’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সালামি ও মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্টঃ

রাত পোহালেই ঈদ। ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সাধ্যমত চেষ্টা করেন শিশুদের সমস্ত বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় অসহায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিক মতো রাঙে না।এবার সুবিধা বঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভার তরুণ-তরুণীরা। শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করেছেন তারা।

রবিবার (৩০ মার্চ ) সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয়  ঈদগাহ মাঠ  এলাকার প্রায় অর্ধ শতাধিক অসহায় ও পথ শিশুদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে ও ঈদ সালামি দেয় তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।

চাদনী (১০) নামের এক শিশু বলে, ‘হাতে মেহেদী লাগিয়ে আমার অনেক ভালো লাগছে। আগে আমাকে কেউ  এভাবে কাছে ডেকে হাতে মেহেদী রাঙিয়ে দেয়নি। এরকম আয়োজন আমাদের এলাকায় আগে কখনো হয়নি , রুনা (১৩) বলে, ‘আমরা গরিব মানুষ। আমরা  প্রতি বছর ঈদে আমার বন্ধুরা মেহেদী লাগায় আমাদের তেমন সুযোগ হয় না এবার আমার অনেক আনন্দ লাগছে ।’
মেহেদী রাঙা উৎসবে অংশ নেওয়া তরুণী বন্ধুসভার সহ সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন , মারুফা খাতুন,  কামনা মেহজাবিন , মনি ও বৃষ্টি খাতুনের   সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘আগামীকাল ঈদুল ফিতর। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে।
বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করব।
তিনি আরও বলেন, ‘এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুদের ছোটো ছোটো আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।’
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা , সাধারণ সম্পাদক নয়ন খান  , সহ সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন , তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল খান , ব‌ই মেলা সম্পাদক মোছাঃ মনি ও কার্যকরী সদস্য মারুফা , আয়শা কামনা , হিয়া , নাদিয়া সহ বন্ধুসভার বন্ধুরা ।
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০