নজরুল ইসলাম:
অন্যান্য খেলার মতোই জনপ্রিয় হয়ে উঠছে স্বল্প সময়ে অধিক আনন্দে ও চ্যালেঞ্জিং খেলা শর্ট পিস খেলা। গ্রামগঞ্জের পাশাপাশি শহরেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবার পুরস্কার জেতার ধরন নানান তৈজসপত্র হলেও এবার ভিন্ন মাত্রায় যোগ দিয়েছে এ খেলায়। আনন্দ ও সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী বাজীর আয়োজন করেছে রঘুনাথপুর গ্রামের যুব সমাজ।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর যুব সমাজের আয়োজনে পূর্বপাড়া মসজিদ মাঠে ঈদুল ফিতর উপলক্ষ্য মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল ৪টায় রেজাউল করিম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি আবু হানিফ ও বিশেষ অতিথি আবু তালেবের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচটি ভাই ভাই একাদশ বনাম নাইন লিজেন্ড একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
টসে জিতে ভাই ভাই একাদশ ও নাইন লিজেন্ড একাদশ নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য নাইন লিজেন্ড একাদশ টিমকে ১৪ ওভার ৮৬ রানের টার্গেট দেয় ভাই ভাই একাদশ।
নাইন লিজেন্ড একাদশ ব্যাটিং এ ১১ওভার ৫৭ রান তুলতেই সব উইকেটের পতন ঘটায়। খেলায় বিজয়ী ভাই ভাই একাদশ ব্যাটসম্যান শামিম ২২ রান ও পাচঁ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ সোহাগ হন।
আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আলামিন ও আব্দুল মমিন।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ছাগল (খাসি) ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় উভয় দলের অতিরিক্ত চার খেলোয়ারসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।