মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএল স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনেরএর আয়োজনে BL Honor Cup season 5 শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০২ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকালের দিকে শহিদ এ কে শামসুদ্দিন স্টেডিয়ামে বিএল স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে BL Honor Cup season 5
ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ও ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান এর জোষ্ঠপুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম সাইদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এল স্কুল এক্স স্টুডেন্স অ্যাসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক মামুন সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইশতিয়াক তমাল,সহ-সাংগঠনিক সম্পাদক কচি সরকার, প্রমুখ।
উল্লেখ্য ঃ BL Honor Cup Season 5 ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে দিনের ৫টি খেলা শেষ হয়। ১৯ vs ২৩ ব্যাচের ড্র এবং ২০ vs ২১ ব্যাচের ড্র'র কারণে শ্বাসরুদ্ধকর সিচুয়েশন গ্রুপ A আর গ্রুপ B তে।গ্রুপ C আর D তে যথাক্রমে ১৬ ও ১৮ ব্যাচ লিডিং পজিশনে আছে ১২ ও ১৫ ব্যাচকে ২-০ গোলে হারিয়ে।কোন ৪টি গ্রুপসেরা দল যাবে সেমিফাইনালে এই উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে সন্ধ্যা ৬টায় নাইট ম্যাচ শুরু হবে। বি.এল স্কুলের সকল ছাত্র ভাইয়েরা আমন্ত্রিত।
২ এপ্রিল'২৫ বুধবার!!বি.এল স্কুল এক্স স্টুডেন্টস্এসোসিয়েশন, সিরাজগঞ্জ।