শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি
প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বিকেলে 

রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত

সোহান সেখ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক মাহমুদ। সঞ্চালনা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান মুরাদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি হযরত আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম. খোকন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল প্রমুখ।

বক্তারা বিদ্যালয়ের গৌরবময় অতীত ও বর্তমান সাফল্য তুলে ধরে বলেন, সাফল্যের ৭৫ বছর যেন আরও ফলপ্রসূ হয়, সেজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তাঁরা ধানগড়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো, ফলাফল ও সামগ্রিক মান বিবেচনায় বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোনাতন কুমার বিদ্যালয়ের সার্বিক অবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সংগীত, নৃত্য ও নাটিকা।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই পুরনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০