এস এ উজ্জল,নওগাঁ ( মহাদেবপুর) প্রতিনিধিঃ মহাদেবপুরে সড়ক পাকাকরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান।
জানা গেছে, ৬ এপ্রিল রবিবার বেলা ১১ টার সময় আত্রাই নদীর পশ্চিম বাঁধ রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহিষবাথান হাট পর্যন্ত সড়ক পাকাকরণের দাবীতে এলাকার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
ওই সময় উল্লেখিত দাবীতে বিলমোহাম্মদপুর, মধুবন, হরিরামনগর, রামচন্দ্রপুর, গাংনাপাড়া, মহিষবাথান সরদারপাড়া, খাজুর, দেবীপুর নিচপাড়াসহ ভুক্তভোগী এলাকার সহশ্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, খাজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, রাজশাহী বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, আহসান হাবিব প্রমুখ। বিক্ষোভ প্রদর্শন শেষে ভুক্তভোগী একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় উল্লেখিত গ্রামগুলিতে আওয়ামীলীগের সন্তোষজনক ভোটার না থাকায় বিগত ১৭ বছর ধরে তৎকালীন এমপিরা তাল বাহনা করে কালক্ষেপণ করেছেন।
এলাকার অতীব পুরাতন এবং ঐতিহ্যবাহী হাট মহিষবাথান হওয়ার পরেও রাস্তাটি পাকাকরণের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে বলেও এলাকার ভুক্তভোগীরা দাবী করেছেন।