নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৮ মাসের শিশু অপহরনের সাথে জড়িত ০২ জন গ্রেফতার ও শিশু বাচ্চা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (০৭ এপ্রিল ২০২৫ খ্রি.) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।
জানা যায় গত ৩০/০৩/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ দিঘী মনি (০৮ মাস) এর মাকে ঘোল (মাঠা) পান করিয়ে অচেতন করিয়া অত্র থানাধীন রনতিথা গ্রামস্থ মোঃ বাদশা মিয়ার ভাড়াটিয়া বাসা হতে এজাহারনামীয় আসামী মোঃ কালাম শেখ(৪০), পিতা-মৃত গোলদার শেখ, সাং-চরখাদুলী, থানা-ধুনট, জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় অত্র মামলার ভিকটিম শিশু বাচ্চাটিকে অপহরন করিয়া অজ্ঞাত স্থানে বিক্রি করিয়া দেয়। এ সংক্রান্তে রায়গঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০০৩ এর ৭ রুজু হয়।
চাঞ্চল্যকর এই অপহরন মামলার ঘটনাটি অত্র জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেএই অপহরনের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য একটি চৌকস টিম গঠন করেন। মোহাম্মদ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ, রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় রায়গঞ্জ থানার এসআই(নিঃ)নীল কমল চক্রবর্তী, এএসআই(নিঃ) মোঃ পলাশ হোসেন, সঙ্গীয় ফোর্স, মোঃ শামীম, মোঃ শরিফ, মোঃ মামুন সরকারসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত শিশু বাচ্চা অপহরনকারী মোঃ কালাম শেখ (৪০) কে রংপুর জেলা হতে নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তাহার জবানবন্দীর প্রেক্ষিতে মোঃ হারুন অর রশিদ (৪৪), পিতা-মৃত রইচ উদ্দিন, সাং-কুড়িগাতী, থানা-ধুনট, জেলা-বগুড়াকে রায়গঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তাহার দেওয়া তথ্যর ভিত্তিতে অত্র মামলার ভিকটিম শিশু বাচ্চা মোছাঃ দিঘী মনি (০৮ মাস)কে যশোর জেলার কোতয়ালী থানাধীন তালবাড়িয়া সাকিনস্থ মোঃ সামিউল ইসলাম (৪২) এর বসত হইতে উদ্ধার করা হয়।
শিশু বাচ্চাটিকে উদ্ধারপূর্বক তাহার প্রকৃত অভিভাবক (অত্র মামলার বাদীনি) মোছাঃ মরিয়ম খাতুন (২৮), স্বামী- মোঃ বাপ্পী মন্ডল, সাং-গয়লা, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর নিকট সম্পূর্ন সুস্থ অবস্থায় আইনানুগভাবে হস্তান্তর করা হয়েছে।