সোহান সেখঃ
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা জামায়াতের দরগা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করেছে। তারা চলমান হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।