মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রত্যাশা ক্যাডেট একাডেমির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ডের চক কোবদাসপাড়া, প্রত্যাশা ক্যাডেট একাডেমির আয়োজনে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন প্রত্যাশা ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুল মান্নান। এসময়ে উপস্থিত ছিলেন প্রত্যাশা ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ মিল্লাত হোসেন, ( এম, বি,এ,) সকল ছাত্র- ছাত্রী অভিভাবক অত্র এলাকার সকল মুরুব্বিয়ানগণ।
প্রত্যাশা ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুল মান্নান বলেন, জায়নবাদী ইসরায়েলিরা সব প্রকার আইনকানুন, নীতি-নৈতিকতা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপর্যুপরি বিমান হামলার মাধ্যমে পুরো গাজা নগরী ধ্বংসের শহর ও মৃত্যুপুরীতে পরিণত করেছে। তারা প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ করে প্রমাণ করেছে ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের অবৈধ ও সন্ত্রাসবাদী রাষ্ট্র।অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই , সেই সাথে আমরা ঈসরাইল পন্য বর্জন করব এবং গাজা বাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো।
উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।