মোঃ হোসেন আলী ( ছোট্ট): " সিরাজগঞ্জে আগামী ১০ এপ্রিল রোজ বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা-২০২৫
এর কেন্দ্র ডি-৩৫৪, এস বি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ এর আসন বিন্যাসসহ সার্বিক ব্যবস্হাপনা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সারা দেশে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে সকল কেন্দ্রে সুষ্ঠভাবে আগামী ১০ এপ্রিল পরীক্ষা শুরু হবে। আমরা সকলকে নিয়ে যে কাজটি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় গ্রহণ করা হবে। এই সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, এস বি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সহ সকল শিক্ষক / শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।