শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ: দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ছোনগাছায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১১ এপ্রিল ২০২৫) শুক্রবার জুম্মা নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী বাজার থেকে ছোনগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তৌহিদী মুসলিম জনতা। জুম্মা নামাজ শেষে ছোনগাছা ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পাঁচঠাকুরী বাজারে এসে একত্রিত হয়। একত্রিত হয়ে মিছিলটি বিক্ষোভ করতে করতে ছোনগাছা ইউনিয়ন পরিষদে অবস্থান নেয়। বিক্ষোভ শেষে তৌহিদী মুসলিম জনতা একটি সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, হিটলার তার দেশ থেকে ইহুদীদের তাড়িয়ে দিলে, ইহুদীরা ফিলিস্তিনে আশ্রয় গ্রহন করে। ফিলিস্তিনি আশ্রয় গ্রহন করে ধীরে ধীরে ফিলিস্তিনের জমি দখল করতে থাকে। ইহুদীরা ফিলিস্তিনে ইসরাইল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে থাকে। ফিলিস্তিনিরা প্রতিবাদ করতে লাগলে, তাদেরকে হত্যা শুরু করে। ফিলিস্তিনিরা মুসলিম। বর্তমানে ফিলিস্তিনে শিশু, নারী সহ গণহত্যা করছে ইসরাইলের ইহুদীরা। সর্বশেষ মুসলমানের দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসায় হামলা চালায়।
বক্তারা আরো বলেন, ইহুদিরা মুসলমানের জাত শত্রু। ফিলিস্তিনিদের সাহায্য করা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা মুসলিম। মুসলিম হিসেবে ফিলিস্তিনিদের চারটি উপায়ে সহযোগিতা করতে পারি। প্রথমত, ফিলিস্তিনিদের জন্য মহান রব্বুল আলামিন এর নিকট দোয়া করা, দ্বিতীয়ত, ফিলিস্তিনিদের অর্থনৈতিক সহযোগিতা করা, ইসরাইলের অর্থনীতিকে ধ্বংস করতে ইসরাইল পণ্য বয়কর করা, চতুর্থ, রাষ্টের অনুমতি নিয়ে সরাসরি ইসরাইলের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহন করা।
তৌহিদী মুসলিম জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, শিমলা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: মো: মোখলেছুর রহমান, মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও: মো: শাহাদত হোসেন, পাচঠাঁকুরী যমুনা বাজার হাট কেন্দ্রীয় জামে মসজিদ সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন হিমেল, হাফেজ মাও: মো: আব্দুর রশিদ, মাও: মো: আব্দুল মাজেদ সরকার,ভাটপিয়ারী মাদ্রাসার হাফেজ মাও: সাইদুল ইসলাম, মাও: আব্দুল মোমিন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছোনগাছা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জিমসহ ইউনিয়নের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
Show quoted text