
নিজস্ব প্রতিবেদকঃ
পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। ১৪ এপ্রিল ২০২৫, সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫ খ্রিঃ) এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সহ- দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,পহেলা বৈশাখ সোমবার সকাল ১১ ঘটিকার সময় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটি ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে শুরু হয়ে এসএস রোড হয়ে বাজার স্টেশন গিয়ে শেষ হবে।
এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বাদ মাগরিব ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বৈশাখী সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
উক্ত সকল কর্মসূচীতে বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।