মোঃ হোসেন আলী ( ছোট্ট): " নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪ ৩২।
সোমবার ( ১৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির নতুন জীবনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনটি সকলেই একত্রে আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দিনটি পরিণত হয় বাঙালির সর্বজনীন লোকজ উৎসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার,মহিউদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের হযরত মাওলানা মফিজ উদ্দিন,
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জ।হযরত মাওলানা রেদওয়ানুল হক,মুয়াজ্জিন,।