মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে জেলা পর্যায়ে
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে,জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সরকারি ও বেসরকারি হজ্জ যাত্রীগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,
দিনব্যাপী চলমান এ হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় পবিত্র হজ্ব -এ গমনেচ্ছু হজ্জযাত্রীদের ইসলামী শরীয়ত ও কুরআন ও হাদীসের আলোকে বিভিন্ন বিধি-নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নৈতিক ধারণা গ্রহণ করতে হবে। হজ্বযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ও হাসপাতাল বা ক্লিনিকে জরুরী স্বাস্থ্যসেবা কিভাবে নিতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ কামরুল হাসান পারভেজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার,মহিউদ্দিন, জেলা মডেল মসজিদ, সিরাজগঞ্জের হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,।
কর্মশালায় দেশের শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার,