আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উক্ত বকনা বাছুর বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম সহ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিরাজগঞ্জ জেলা শাখা'র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর ও তাঁর টিম। জানা যায় যে, সদর উপজেলার সিরাজগঞ্জ পৌরএলাকার, খোকশাবাড়ি, ছোনগাছা, কাওয়াকোলা, মেছড়া, কালিয়া হরিপুর এবং সয়দাবাদ ইউনিয়নের ৩২ জন জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলেরা বকনা বাছুর নিয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।