মোঃ হোসেন আলী ( ছোট্ট): " বিরল প্রজাতি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ "ছ” ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করে পুরস্কার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সিরাজগঞ্জের মাহবুব পলাশ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের কান্দাপাড়া,
সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিকখন কেন্দ্র, সামাজিক বন বিভাগ, পাবনা, সিরাজগঞ্জ, বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,এ কতৃক এ সন্মাননা স্মারক প্রদান করা হয়। এ সন্মাননা স্মারক প্রদান করেন সহকারী বন সংরক্ষক, সিরাজগঞ্জ ও পাবনা (অ: দা:) রিজিয়া পারভীন মিষ্টি এ সন্মাননা স্মারক হাতে তুলেদেন মাহবুব পলাশকে।
এসময়ে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বন বিভাগের (ভার প্রাপ্ত) কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, য়মুনা সেতু ইকো পার্কের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সভাপতি প্রদীপ সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট),
এ বিষয়ে মাহবুব ইসলাম পলাশ বলেন, ২০১২ সালে বন বিভাগ ৪৫ প্রজাতির বিরল ও বিপন্ন গাছ ঘোষণা করেছে। তার মধ্যে আমার কাছে ৪৩টি গাছ রয়েছে। আমাকে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন আমি প্রতি বছর বিভিন্ন জায়গায় বিনামূল্যে বৃক্ষ দেই আবার বিক্রিও করি। এতে আমি বেশ লাভবান হই। কৃষকসহ সমগ্র বাংলাদেশের সবাইকে বিরল ও বিপন্ন বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
৫ আগস্ট চলমান পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী পুরস্কারটি সামাজিক বন বিভাগ, সিরাজগঞ্জ এর মাধ্যমে প্রদান করা হয়।
উল্লেখ্য ঃ এর আগেও তিনি জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তিনি দেশি-বিদেশি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংগ্রহ করে বাগান করেছেন। তার সংগ্রহে রয়েছে প্রায় ৩৪৫ বিপন্ন ও বিরল প্রজাতির বৃক্ষ। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আবুল আজাদ শেখ ছেলে মাহবুব পলাশ।