মোঃ হোসেন আলী( ছোট্ট)ঃ
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিলো- 'খ' গ্রুপ -(ছাত্র), ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এবং 'খ'-গ্রুপ- ছাত্রী -৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি
বয়সঃ অনুর্ধ-১২ বছর। কবিতা আবৃত্তি, চিত্রাংকন,নৃত্য, গল্পবলা, গান ( পল্লীগীতি/লোকগীতি/অন্যান্য), উপস্থিত বক্তৃতা, একক অভিনয় এবং কাবিং ক্রীড়া প্রতিযোগিতার বিষয় ছিলো -'খ' গ্রুপ -ছাত্রদের এবং "খ" - ছাত্রীদের জন্য ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ,উচ্চ লাফ,ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় এবং অংক দৌড় প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী শহরের গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমলাপাড়া পৌর মাঠ প্রাঙ্গণে, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত ও জাতীয় ও ক্রীড়া পতাকা উওোলনের মধ্যে দিয়ে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কারিম মির্জা,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন সহকারী সিরাজগন্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, মোঃ ফজলুল হক, কাজিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমাজের জেলা সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মোঃ শহিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক বিএম মোকলেছুর রহমান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামিমা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা, সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।