নজরুল ইসলাম:
রাস্তার জন্য ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ করেছেন এক জমির মালিক। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়াড় পাঁচিল গ্রামে।
ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনা কমান্ডার, সদর থানা (অফিসার ইনচার্জ), সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি), ইউপি প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন জমির মালিক আল আমিন।
জানা যায়, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের তত্বাবধানে ২০২৪-২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়াড় পাঁচিল নতুন পাড়া রাস্তার পাশে খালের উপর একটি কালভার্টে ৪০ ফুট মাটির রাস্তা ও গাইড ওয়ালের কাজ শুরু করা হয়। যার ব্যায় ধরা হয় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা।
অভিযোগসূত্রে জানা যায়, আর এস খতিয়ান ২৫০ দাগ ৪৮৭ দাগের ০.৪০০০ একর ভূমি আলতাব গং রেকর্ডীয় সম্পত্তির মালিক। এর মধ্যে কিছু অংশ আবাদী জমি ও বাড়ী করে ভোগ দখলে আছেন তাঁরা৷ চলাচলে সুবিধার্থে জমির পাশ দিয়ে পায়ে হাটা রাস্তার ব্যবস্থা করা হয়। ওই নিজ জমির উপর দিয়ে পরিষদ কর্তৃক ১০ ফুট চওড়া করে রাস্তা নির্মানের উদ্যোগ নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাজের উদ্বোধন করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান। ভূমির মাঝ দিয়ে জোর করে অপরিকল্পিত রাস্তা বন্ধের জরুরী হস্তক্ষেপ কামনা চেয়ে জেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দেন ভুক্তভোগী আল আমিন৷
এবিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সরকারি জায়গার উপর দিয়ে রাস্তা করা হচ্ছে। এখানে কোন জোড় করা হয়নি৷
এসব বিষয়ে খোকশাবাড়ী ইউপি প্রশাসক সাইদী রহমান বলেন, ওই রাস্তা গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে প্রকল্প দেওয়া হয়েছে। তারপরেও অভিযোগের আলোকে উভয়পক্ষকে ডেকে দ্রুত এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।