মোঃ মেহেদী হাসান সরকার,,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর থানা সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম সহ ৮ জনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিংশর্ত মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারন সম্পাদক এম এম ওমর ফারুক, গুরুদাসপুর শিধুলী মাদরাসার শিক্ষক ফাতহুল কবির, সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন কওমী মাদ্রাসা সরকারী টাকায় পরিচালিত হয়না। এইটা সাধারন জনগনের কাছে থেকে দান বা সাহায্যর মাধ্যমে পরিচালিত হয়। এই মাদ্রাসাও বিভিন্ন প্রতিষ্ঠান বা রশিদের মাধ্যমে টাকা নিয়ে পরিচালিত হতো। তাই যাদের কে গ্রেফতার করা হয়েছে তাদের দ্রত মুক্তি কামনা করা হয়।