আন্তর্জাতিক ডেস্কঃ গত ৭ বছর আগে বিয়ে হয়। বহু চেষ্টা করেও সন্তান হচ্ছিল না। যে কারণে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে এক দিনের সদ্যোজাতকে চুরি করেছেন পূজা নামে এক নারী।
শ্বশুরবাড়ির লোকজনদের বিভ্রান্ত করতে নিজেকে অন্তঃসত্ত্বা বলে জানায় পূজা। গত ১৪ এপ্রিল দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর হাসপাতাল থেকে একদিন বয়সি কন্যাশিশুকে চুরি করেন পূজা।
পুলিশ জানিয়েছে, গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এক প্রসূতি। চাণক্যপুরীর যশবন্ত প্লেসের বাসিন্দা তিনি। তাকে ৫ নম্বর ওয়ার্ডে (পিএনসি রুম) স্থানান্তরিত করা হয়। ওই মহিলা ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন পূজা। এরপর সুযোগ বুঝে সদ্যোজাতকে নিয়ে পালিয়ে যান পূজা।
শিশুটিকে খুঁজে না পেয়ে ১৫ এপ্রিল বিকেলে তার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, ট্রাফিক সিগন্যাল ও আশপাশের বিভিন্ন স্টেশনের ফুটেজ দেখে তল্লাশি শুরু করে পুলিশ।ডি
সিপি সুরেন্দ্র চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, যে ঘর থেকে শিশুটিকে চুরি করা হয়েছিল তার আশপাশে এক নারী ঘুরে বেড়াচ্ছেন এবং রোগীদের সঙ্গে কথা বলছেন। এ সময় মুখ ঢেকে নিচের পরিচয় আড়ালের চেষ্টা করছিলেন ওই নারী। পরে শিশুর ঘরে ঢুকে পড়েন তিনি।আ রও একটি ফুটেজে পুলিশ দেখে, এইমস স্টেশন থেকে সময়পুর বাদলির দিকে যেতে মেট্রোতে উঠেছিলেন ওই নারী। পরে তিনি একটি ট্রেনে ওঠেন এবং হাউজ খাস নামক স্থানে নেমে পঞ্চশীল ফ্লাইওভারের দিকে হেঁটে যান। এরপর একটি অটোতে উঠেন ওই নারী। পুলিশ অটো চালককে শনাক্ত করে ওই নারীকে আটক করে শিশুটিকে নিরাপদে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে পূজা স্বীকার করেছেন, তিনি কয়েক মাস ধরে নিজেকে অন্তঃসত্ত্বা জানিয়ে অভিনয় করছিলেন। গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন পরদিন শিশুটিকে চুরি করে নিয়ে পরিবারকে নিজের বলে জানান।