
নিজস্ব প্রতিবেদকঃ
সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ-এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে “সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, অমৃত সূত্রধর এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, মোঃ কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
তাঁরা বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপারসহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, জনাব অমৃত সূত্রধর একজন সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলায় সুনামের সাথে চাকুরী করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ করা হয়।