
মোঃ হোসেন আলী (ছোট্ট): “ কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২০২৪:২০২৫ অর্থ বছরের ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর মেলা পরিদর্শন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার ( ২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ: সাইদী রহমান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী,
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর তার মাধ্যমেই দেশের খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। পুষ্টি সম্পর্কে সচেতনতা না থাকার কারণে আমরা পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করতে পারছি না। পুষ্টি বিষয়ে জ্ঞানের জন্য এ ধরনের মেলার প্রয়োজনীয়তা অপরিসীম। এ মেলা থেকে মানুষ পুষ্টি সম্পর্কে জেনে সুস্থ্য-সবল জাতি গঠনের ভুমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, কৃষি ও কৃষক উন্নয়নে নতুন কৃষি প্রযুক্তির বিকল্প নেই, আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকের এই প্রযুক্তি মেলা।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজেই উচ্চমূল্যের ফসল আবাদ করা যায়। এতে প্রকৃতির প্রতিকুলতা কাটিয়ে ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সনাতন পদ্ধতিতে চাষাবাদ না করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। পারিবারিক পুষ্টি নিশ্চিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব্য পদ্ধতিতে ফসল ফলাতে হবে। তাই সিরাজগঞ্জ জেলার পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত চলমান কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, প্রমুখ, এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মাঝে যথেষ্ট উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।
৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়।এবং মেলায় ২০ টি স্টল প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।