
মোঃ হোসেন আলী (ছোট্ট): ” কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে ২০২৪:২০২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসল উৎপাদনকারী সেরা ৬ জন কৃষকের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ৬ জন কৃষকের হাতে সনদ ও পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন,
তেলজাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ হয় ও আমদানি ব্যয়হ্রাস করা। স্বল্প মেয়াদী সরিষা, তিল, সূর্যমুখী, চীনবাদাম, সয়াবিন তেলজাতীয় ফসল উৎপাদন বা আবাদ আরো বৃদ্ধি করবেন। সরকার আপনাদের বীজ, সার প্রণোদনা দিচ্ছেন কৃষিবিভাগ আপনাদের পাশে রয়েছে সকল ধরনের সুযোগ -সুবিধা, সহায়তা ও উপকরণ দিচ্ছে তাই পতিত জমি বা জায়গা থাকলে সেখানে আপনারা তেলজাতীয় ফসল আবাদ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাইদী রহমান, অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী,
এসময়ে বিশেষ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, প্রমুখ, উল্লেখ্যঃ সিরাজগঞ্জ পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ৬ জন ছাত্র-ছাত্রীদের হাতে বৃক্ষ তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।