
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ:
সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮শে জানুয়ারি ২০২৫ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কমিটির সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ সেরাজুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল হামিদসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮শে জানুয়ারি ২০২৫ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
৬ দফা দাবি নিম্ন পেশ করা হলো:
১! ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে অ অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন।
২! স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা।
৩! রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
৪! স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন করুন।
৫! প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করেন।
৬! প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক- ইবতেদায়ী শ্রেণী খোলা অনুমোদনের ব্যবস্থা করেন।
উক্ত মানববন্ধন শেষে উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।