
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত সোমবার (২১ এপ্রিল) রাত ৮ টা ৩৫ মিনিটের সময় উল্লাপাড়া থানার চরমোহনপুর গ্রামের (দাসপাড়া) একটি বসত ঘরে মাদক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর (দাসপাড়া) গ্রামের পর্বত প্রামানিকের ছেলে মোঃ আলামিন (৩৮) ও কয়রা হোরপাড়া গ্রামের মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (২১)।
র্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।