
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই এর যমুনা সেতু দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় নেই কোন ছাত্র-ছাত্রী তবুও পাচ্ছে সরকারি অনুদান এমনটি অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এ বিষয়ে যমুনা সেতু দাখিল মাদ্রাসার ভুমিদাতা সদস্য, কাদাই (পশ্চিম পাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ নুরুল ইসলাম শেখ বলেন ইবতেদায়ী শাখায় ছাত্র-ছাত্রী নেই বললেই চলে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী নিয়ে এসে পরিক্ষা দেওয়া হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন এ বিষয়ে আমি আপনাকে কোন তথ্য দিতে পারবো না, আপনি তো সবই দেখেছেন।
সহকারি শিক্ষক আজিজুল হক বলেন আমাদের ছাত্র-ছাত্রী কম, কিন্তু সবাই আসে না, কেউ আসে কেউ আসে না। এতে আমাদের কি করার আছে। প্রাথমিক বিদ্যালয় গুলোতে উপবৃত্তির টাকা দেয়,দুপুরে খাওয়া দেয় আমাদের প্রতিষ্ঠানে উপবৃত্তি না পাওয়ায় ছাত্র-ছাত্রী কমে গেছে, প্রতিষ্ঠানে ১৮জন শিক্ষক রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায় যে, ইবতেদায়ী শাখায় কাগজে কলমে ছাত্র-ছাত্রী থাকলেও গত ২ দিন কোন ছাত্র-ছাত্রী পাওয়া যায় নাই, তবে ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত প্রতি ক্লাস ঘুরে দেখা যায়, কোন ক্লাসে ১জন, ২জন,সর্বচো পাওয়া যায় ৮জন, হিসাব করে দেখা যায় সব ক্লাস মিলে ছাত্র-ছাত্রীর চেয়ে শিক্ষকের সংখ্যায় বেশি। তাহলে এই প্রতিষ্ঠান প্রতি বছরে ছাত্র-ছাত্রীদের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নতুন বই উত্তোলন করে, তবে সেই বইগুলো পড়ার মতো কোনো ছাত্র-ছাত্রী নেই, জানার ও ভাবার বিষয় তাহলে বইগুলো কোথায়?
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ এলিজা পারভীন বলেন- দাখিল ও হাইস্কুল নিয়ে ব্যস্ত থাকায় ইবতেদায়ী’র বিষয়টা সরাসরি নজরে নেই, তবে স্কুল ও মাদ্রাসাগুলো ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।