বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিপিএম ও পিপিএম পুরস্কার পেয়েছেন ৬২ পুলিশ সদস্য
মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি : প্রেস সচিব
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা পুত্র আটক
সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে শিক্ষকের উপর হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি, শিক্ষক অভিযুক্ত হলেও অব্যাহতি পেল অস্ত্র-ব্যবসায়ী সোহাগ
কামারখন্দে বোরোধানের সঠিক ফলন নির্ণয়ের নিমিত্তে নমুনা শস্য কর্তন ও  উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক  প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ  সম্পন্ন  

সিরাজগঞ্জে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ  হোসেন আলী (ছোট্ট): ” কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২০২৪:২০২৫ অর্থ বছরের  ৩দিন ব্যাপি কৃষি  প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর  মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা তিনজন বিজয়ী ও বিভিন্ন স্টলে অংশগ্রহণকারীদের
হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন  অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরশেদ আলী,
বুধবার ( ২৩  এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,  সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়  কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরশেদ আলী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী,  
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্টা সেনগুপ্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক  কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরশেদ আলী,বলেন, কৃষি ও কৃষক উন্নয়নে নতুন কৃষি প্রযুক্তির বিকল্প নেই, আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকের এই প্রযুক্তি মেলা। এই মেলায়
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজেই উচ্চমূল্যের ফসল আবাদ করা যায়। এতে প্রকৃতির প্রতিকুলতা কাটিয়ে ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সনাতন পদ্ধতিতে চাষাবাদ না করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে।  তিন দিব ব্যাপী  কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় সকল অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে আমাদের কৃষি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এ ধরনের উদ্যোগ থাকবে।তাই সিরাজগঞ্জ জেলার পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত চলমান কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী, বলেন, হাওয়া বেষ্টিত জেলা হওয়ায়  সিরাজগঞ্জ সবজি উৎপাদনে আমরা অনেক টস এগিয়ে আছি তার পরেও  তাই কৃষকরা অধিক সবজি উৎপাদন করতে পারে সে বিষয়ে কাজ করতে হবে।  আগামীতে আমাদের  এ মেলা আয়োজন হবে।  
এসময়ে বিশেষ উপস্থিত বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সদর সিনিয়র উদ্যানতও বিদ মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সিরাজগঞ্জের মারুফা আক্তার,
বেলকুচি উপজেলা উপ-সহকারী কৃষি  কর্মকর্তা মোঃ  আবুবকর,  সিরাজগঞ্জ সদর উপজেলা  উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রেজাউল করিম,  বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, আঞ্চলিক কার্যালয়,সিরাজগঞ্জের সাইন্টিফিক অফিসার,মোঃ সেন্টু রহমান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র সিরাজগঞ্জের ইনচার্জ মোঃ আশফিকার রহমান,
এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ উপস্থিত  ছিলেন।

উল্লেখ্য ঃ   তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা সমাপনীতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ হ্যান্ডিকট বারটান সিরাজগঞ্জ। এবং  দ্বিতীয় স্থান অর্জন করে  ক্লাইমেট এডাবটিভ আরবান এগ্রিকালচার ইউডিসি, ব্রাক  সিরাজগঞ্জ, তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জ।

এ ৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল  ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকে।
মেলায়  ২০ টি স্টল  প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০