
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টায় সময় বেলকুচি উপজেলার চালা বানিয়াপাড়া গ্রামের মোঃ ফেরদৌসের মেয়ে ও চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেণীর ছাত্রী মোছাঃ রিয়া মনি (১০) এর ভাতিজা মোঃ রাফি (৬) কে চালা তালিমুছ সুন্নাহ মাদ্রাসায় রেখে নিজ বাড়িতে যাওয়ার সময় চালা ক্ষিদ্রমাটিয়া পতেঙ্গা মসজিদের সামনে আসলে, বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকার মৃত- আনোয়ার হোসেনের ছেলে মোঃ আজমীর (২৫), রিয়া মনিকে গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে, হাত ধরে নদীর ধারে কাশবনের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে রিয়া মনি কৌশলে আজমিরের নিকট হইতে ছারা পেয়ে নিজ বাসায় গিয়ে, তার পিতা মাতাকে ঘটনাটি বলে। পরে বিষয়টি রিয়া মনির পিতা-মাতা গ্রামের লোকজনকে বলিলে, তখন গ্রামের লোকজন আজমেরিকে খোঁজাখুঁজি শুরু করে, এক পর্যায়ে বেলা ১১.৩০ মিনিটের সময় বেলকুচি উপজেলা সামনে পুকুরপাড় থেকে লেকজন আজমেরীকে আটক করে বেলকুচি থানা পুলিশকে সংবাদ দেয়, এ আগে উপস্থিত জনতা আজমেরীকে গণধোলাই দিতে দিতে ঘটনা স্থলে নিয়ে নিয়ে যায়। বেলকুচি থানা পাুলিশ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি আজমেরীকে থানা হেফাজতে নিয়ে আসো।
এবিষয়ে বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামী আজমিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজমির এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার নামে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।