আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গরীব ও অসহায় পরিবারের স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার সকালে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খুলিশাকুড়া উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে ৩০ জন স্কুল শিক্ষার্থী'র মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, দুটি কলম এবং এক সেট অংক, ইংরেজি ও বাংলা খাতা বিতরণ করা হয়। এছাড়াও স্কুলের উন্নয়ন কল্পে নগদ অর্থ প্রদান করেন। এবং আগামী দিনে এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ড. আন্না-ফজলুর ফাউন্ডেশন এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)। সাবির্ক সহযোগিতায় ছিলেন, সিরাজগঞ্জ জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আইয়ুব আলী।
উক্ত শিক্ষা উপকরণ বিতরণ করেন ইডিপি'র নির্বাহী পরিচালক ও ড. আন্না-ফজলুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু জাফর খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক জুয়াবের জিকো এবং ইডিপি'র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ছাত্র-ছাত্রী গান, ছড়া ও সম্বলিতভাবে কবিতা পাঠ করে অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এ ধরনের উদ্যোগগুলো দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করছে, যা তাদের পড়াশোনায় উৎসাহ ও মনোবল যোগাবে।