মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি উওর পাড়া শাহী জামে মসজিদ এর নির্মাণ কাজ শুরু করলে বাঁধা প্রদান করা হয়েছে।
গত শনিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ ঘটিকায় বৈলগাছি উওর পাড়া শাহী জামে মসজিদ এর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে ঐ গ্রামের আয়নাল শেখের দ্বিতীয় পুএ মইদুল ইসলাম গাং দেশিয় ধারালো দা দিয়ে মসজিদের ব্যানার কেটে ও বাশের খুটি উপরিয়ে ফেলে দেয়। এতে গ্রামের সাধারণ মানুষজন মাঝে খোব ও আতঙ্ক বিরাজ করছে।
এসময়ে গাং এর সংগে থাকা মোঃ ফরিদুল পিতা আয়নাল শেখ, আসলাম পিতা মকবেল প্রাঃ রাজ্জাক শেখ পিতা মৃত আসকর আলী শওকত শেখ পিতা মৃত আসকর আলী গ্রাম বৈলগাছি সবাই মিলে মসজিদের কাজে বাধা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। এবিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।