
মোঃ পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । মৃত ঔ দুই শিশুর নাম, জান্নাতুন(৯) পিতা, জাহেরুল ইসলাম, তাজরিন(১১) পিতা আঃ হাকিম, তাজরিন ৫ম শ্রেণির ছাত্রী ছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।
শনিবার( ২৬শে এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরের কয়েক জন শিশু মিলে পুকুরে গোসল করতে গেলে, একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় মৃত ঐ দুই শিশু। স্হানীয় জনগন উক্ত শিশুর আত্বীয় স্বজন এবং
তাজরিন ও জান্নাতুন এর বাবা মাসহ দীর্ঘক্ষণ সময়ে খোঁজা খুঁজি করার পর পুকুরের পানিতে মৃত ঔ শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় খুঁজে পায়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় জান্নাতুন ও তাজরিনসহ কয়েকজন। এ সময় পানির গভীরে ওই দুই শিশু চলে গেলে আর খুঁজে পওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর শিশু দুটির মরদেহ ভেসে ওঠে।