মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা পুত্র আটক
সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে শিক্ষকের উপর হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি, শিক্ষক অভিযুক্ত হলেও অব্যাহতি পেল অস্ত্র-ব্যবসায়ী সোহাগ
কামারখন্দে বোরোধানের সঠিক ফলন নির্ণয়ের নিমিত্তে নমুনা শস্য কর্তন ও  উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক  প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ  সম্পন্ন  
বাংলাদেশ পুলিশ ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে : আইজিপি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু 
বেলকুচিতে বৈলগাছি উত্তর পাড়া শাহী জামে মসজিদ এর নির্মাণ কাজে বাঁধা

সিরাজগঞ্জে শিক্ষকের উপর হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সোহান সেখঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই সাবেক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন সূচনা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক ও শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ ঘটনার প্রতিবাদে হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০ জন শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শনিবার (২৬ এপ্রিল) সকালে মেছড়া ইউনিয়নের রূপসা গ্রামে বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ভাই, সাবেক শিক্ষার্থী মো. জুয়েল রানা (২৫) ও মো. রুবেল রানা (৩২), উভয়েই রূপসা গ্রামের মৃত সামাদ ব্যাপারীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্লাসরুমে বসার আসন নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর টিউবওয়েলের হ্যান্ডেল ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। প্রাণ বাঁচাতে শিক্ষক মঞ্জু দৌড়ালেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় শিক্ষকের মেয়ে সাথী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় দুই অভিযুক্তের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে শিক্ষার্থী মিম খাতুন বলেন, আমাদের শিক্ষককে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা এর বিচার চাই। সাবেক শিক্ষার্থী সবুজ রায়হান বলেন, শিক্ষকের স্থান বাবার পরে, এই হামলার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ।

বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আশিকুর রহমান সজিব বলেন, আজ সহকর্মীর ওপর হামলা হয়েছে, কাল আমাদের ওপরও হতে পারে। দোষীদের বিচার জরুরি। প্রধান শিক্ষক মাহমুদুল হাসান উথান দ্রুত বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০