
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন বনবাড়িয়া মটর শ্রমিক শাখা কার্যালয়ের আয়োজনে, মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় বাদ মাগরিব বনবাড়িয়া মটর শ্রমিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বনবাড়িয়া মটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফরহাদুজ্জামান ফরহাদ এবং স্বাগত বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আলী ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বনবাড়িয়া মটর শ্রমিক ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মোঃ আব্দুস ছালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উত্তরণ মহিলা কলেজ নতুনভাঙ্গাবাড়ী সিরাজগঞ্জের অধ্যাপক মোঃ নূরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বনবাড়িয়া মটর শ্রমিক ইউনিয়ন শাখার
সদস্য – মোঃ নজরুল ইসলাম, নূরুল ইসলাম, হাসান আলী, হাশেম আলী, আলতাফ হোসেন , জামাল উদ্দিন, খোকন সেখ, আব্দুল কুদ্দুস, খোকন, নবিন সেখ সহ অন্যান্যরা।