
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে,
শুক্রবার (২মে-২০২৫ খ্রিঃ ) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌরএলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,
বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌর ১১ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন তারা এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃঞ্চ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট প্রমুখ।
উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ ও ১১ ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ওয়ার্ডের একাধিক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের বিভিন্ন মামলার নথির কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেয় ।