
নয়ন খানঃ
আজ শুক্রবার (২ মে) বিকেল ৫ ঘটিকায় প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জ জেলার উদ্যোগে সিরাজগঞ্জ শহরের ক্রসবার তিনে পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপস্থিত বন্ধুরা একে একে গঠনতন্ত্রের প্রতিটি অনুচ্ছেদ পাঠ করেন। যেসব বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে সংশয় ছিল, সেগুলোর ব্যাখ্যাসহ আলোচনা করেন সাধারণ সম্পাদক নয়ন খান । সেই সঙ্গে তিনি আরো বলেন , সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা আমরা একত্রে মিলিত হয়ে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রকারের আত্ম উন্নয়নমূলক বই এবং সাম্প্রতিক বিষয় কিংবা শখ যেকোনো কিছু নিয়ে আলোচনা করার জন্য পাঠচক্র গঠিত হয়। সারা বাংলাদেশের প্রত্যেক বন্ধুসভাই এ ধরনের কার্যক্রম গুলো করে থাকে যত্নের সাথে। এই প্লাটফর্মে থেকে প্রত্যেক বন্ধুই নিজেদের স্কিল গুলো ডেভলপ করতে পারে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বইগুলো পড়ে ।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নয়ন খান, সাবেক সভাপতি রাসেল সেখ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু , পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান , প্রচার সম্পাদক মুনতাহ মুন , প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম , দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যকরী সদস্য বিপুল হাসান , কাউসার সহ বন্ধুসভার বন্ধুরা ।