
মোঃ হোসেন আলী (ছোট্ট): আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের মেহনতি শ্রমিকদের কাছে প্রেরণার দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। সে আন্দোলনে সরকারের ইশরায় পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলী ও হামলা চালিয়ে ইতিহাসের বর্বরোচিত হত্যাকা- রচনা করেছে। পরবর্তী শ্রমিকনেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে শ্রমিকদের আন্দোলন দমিয়ে দেয়ার চেষ্টা করেছে।নেতৃদ্বয় বলেন, ইতিহাস সাক্ষী তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
গত ১লা মে বাদ যহর সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে” শ্রমিক মালিক একহয়ে গড়বো এদেশ নতুন করে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম, ও খতিব হযরত মাওলানা তরিকুল ইসলাম,। এছাড়াও সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ ও ইসলামিক ফাউণ্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।