
মোঃ হোসেন আলী ছোট্রঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সম্মানিত সুধীজনদের নিয়ে মতবিনিময় সভায়
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শক্তিশালী ও নীতি আদর্শের দল। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আমাদের দলের অভিভাবক ও দলের জনপ্রিয় নেত্রী। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। বিএনপি ক্ষমতা এলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা সকল উন্নয়ন চলমান রাখতে কাজ করবো – ইনশাআল্লাহ ।
তিনি আরো বলেন আওয়ামীলীগ দেশে বিভাজনের রাজনীতির বীজ বপন করেছে।তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।দেশের হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশী পাচার করেছে। তার কারণে এদেশের মানুষ কাপড়টা পর্যন্ত পরিবর্তন করার সুযোগ দেয় নাই। পালিয়ে যেতে হয়েছে।তাহার খাবার খেয়েছে সাধারণ মানুষ।
শনিবার ( ৩ মে ২০২৫ খ্রিঃ) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শাকিল মোহম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপতি ডাঃ এম.এ লতিফ,বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম,অ্যাডভোকেট রবিউল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক,আইনজীবী, সাংবাদিক সুধীজন, সাংস্কৃতিক কর্মী,সিনিয়র সিটিজেনরা ও এনজিও কর্মীবৃন্দ।