মোঃ হোসেন আলী (ছোট্ট):" প্রবাসীর অধিকার আমাদের অঈকার, বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০৫ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ, এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান,
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন
বিদেশ গমনের ক্ষেত্রে অনেক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। যাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আছে তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দুইজন সাক্ষী রাখবেন। আমরা সিরাজগঞ্জে নিয়ে কাজ শুরু করি,তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশগামী কোন ব্যাক্তির অভিযোগ থাকবে না। দালালদের খপ্পরে না পড়ে যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা ভালো ভাবে বুঝে শুনে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেই দেশের ভাষা শিখে আইন কানুন মেনে বিদেশ গেলে মর্যাদা ও অধিক বেতন আদায় করতে পারে। তিনি আরো বলেন, অনেক দেশ আছে এদেশের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি,) ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার, প্রবাসী কল্যাণ ( ডেস্ক)সহকারী কমিশনার মোঃ আখিরুুজ্জামান,
এছাড়াও সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেরিন অব টেকনোলজি ইন্সটিটিউট ( আইএমটি) সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন,
সিরাজগঞ্জ সদর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফারজানা রহমান তন্বী,
গণমাধ্যম কর্মী,কৃষক,বিদেশ ফেরত কর্মী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি,বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক,সহ উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে প্রবাসীদের নানা সমস্যা ও তা সমাধানের উপায় এবং দেশের জিডিপিতে রেমিট্যান্সযোদ্ধাদের ভূমিকার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।