
নিজস্ব প্রতিবেদকঃ
বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান এবং পৃথক নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
আজ সোমবার(৫ মে ২০২৫ খ্রিঃ) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের ব্যানারে সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় দাবি অনুযায়ী, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃষ্টি ও যোগ্যতা-জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে পৃথক নিয়োগবিধি প্রণয়ন করা প্রয়োজন।
কর্মসূচিতে বক্তৃতা দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।বক্তারা দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।