
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ:
” সিরাজগঞ্জে সরকারি বেসরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন পৌরসভা বাস মালিক সমিতি ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দেরকে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত।
বুধবার ( ০৭ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের একে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জের আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,
বাংলাদেশ সেনা বাহিনী সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর তবিবুর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ বিআরটিএ সিরাজগঞ্জের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দীন আহমেদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মিনি বাস ও কোচ মালিক সমিতির সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, কার্যকরী সভাপতি টি এম হেমায়েত মনসুর ( হিলোল), সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম উদ্দীন, প্রমুখ।এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।