
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধান বিনা-২৫ চাষ করে সফলতা পেয়েছে উপজেলার কৃষকরা।
রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৯ হাজার ৩ শত ৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উচ্চ ফলন শীল জাতের ধান চাষ হয়েছে ১৫ হাজার ৪ শত ৫ হেক্টর ও হাইব্রিড ৩ হাজার ৯শত হেক্টর জমিতে ধান চাষ আবাদ হয়েছে । বোরো মৌসুমে ধান ৪.৩৫৬ মেট্রিকটন গড় উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর এলাকার গাজীউর রহমানের একটি প্রদর্শনী প্লটে বিনা ২৫ ধানের নমুনা ধান কর্তন করা হয়েছে। যা একবিঘা জমিতে ২৫ মণ ধান উৎপাদন হয়েছে বলে জানান কৃষি অফিস।
রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ জানান, উচ্চফলনশীল জাতের ধানের মধ্যে বিনা-২৫ এর ফলন আন্যান্য বছরের চেয়ে এ বছর রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ২৬ মণ হারে ফলন হয়েছে। এ ধান লাম্বা ও সরু হওয়ায় বাশমতির বিকল্প হিসেবে বাজারে এর চাহিদাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।